নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় আম উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানি সহজীকরণে আম
চাষী, রফতানিকারক, বাজারজাতকারিসহ অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কৃষি বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগের রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের সহযোগীতায় এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ২ ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মঞ্জুরে মওলা, সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, বরেন্দ্র অ্যাগ্রো পার্কের স্বত্তাধিকারী সোহেল রানাসহ বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, আম চাষী, আম ব্যবসায়ী, রপ্তানিকারক, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক
মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় এবছর ৪৫০ মেট্রিক টন আম রপ্তানীর উদ্যোগ নেওয়া, কীটনাশকমুক্ত আম বাজারজাত, আম পরিবহনে ব্যবহৃত ট্রাক থেকে সড়কে চাঁদাবাজি বন্ধ, আমের বৃহৎ বাজার সাপহারে যানজট নিরসন,ব্যাংক লেনদেন নিরাপত্তা, আম চাষীদের জামানতবিহীন কৃষি ঋণ বিতরনে ব্যাংকের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post