মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ শ্রেষ্ঠ ওসি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
এপ্রিল মাসের মাসিক অপরাধ সভায পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল/আসামী গ্রেপ্তার ও বিভিন্ন পর্যায়ে অভিন্ন মানদন্ডে সদর মডেল থানা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করে। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী এবং শ্রেষ্ঠ এসআই(নিঃ) মোঃ ইমতিয়াজ সরকার, শ্রেষ্ঠ এএসআই(নিঃ) মোঃ মাহবুবুল আলম, ভাল কাজের স্বীকৃতিস্বরূপ এসআই(নিঃ) কাঞ্চন দাশ বিশেষ পুরস্কারে পুরস্কৃত হন।
ওই সভায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ডিএসবি, অফিসার ইনচার্জ গোয়েন্দা শাখা, টিআই এ্যাডমিনসহ অন্যান্য অফিসারবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//মে ০৩,২০২৩//

Discussion about this post