মো.আলাউদ্দীন, হাটহাজারীঃহাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে পুকুর মালিক ও ভরাট কাজ বাস্তবায়নকারী প্যানেল চেয়ারম্যান কে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (০৫ মে) দুপুরের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকা থেকে মুঠোফোনে বেশ কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম ঘটনাস্থলটি সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে পুকুর ভরাটের অভিযোগটির সত্যতা পান তিনি। পরে পুকুর মালিক চারিয়া এলাকার মীর আহম্মেদের পুত্র দিদারুল আলম অপরাধ স্বীকার করায় তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আলোকে ১০ হাজার টাকা জরিমানা করে পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন। সাথে সাথে পুকুরটির ভরাট কাজ বাস্তবায়নের অপরাধে ওই এলাকার গাজী সালেহ আহমদের পুত্র উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আলী আহসানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোন কাজের বিরুদ্ধে জেলা প্রশাসক, চট্টগ্রাম স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে জলাধার ভরাট,পাহাড় কাটা ও কৃষি জমির টপসয়েল কর্তন। আর উপজেলা প্রশাসন হাটহাজারী এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post