মোঃ ছালাহউদ্দিন, মনপুরা(ভোলা) সংবাদদাতা:
উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষন ইনস্ট্রিটিউট (এ্ইচ.এস.টিটি আই) বরিশাল প্রশিক্ষন কেন্দ্রে বিষয় ভিত্তিক পেশাগত উন্নয়ন বিষয় প্রশিক্ষন কোর্সের ৯৭তম ব্যাচের হিসাববিজ্ঞান এবং পৌরনীতি ও সুশাসন প্রশিক্ষনার্থীদের (৪০) দিনের প্রশিক্ষন কর্মশালা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ৯টায় বিষয় ভিত্তিক পেশাগত উন্নয়ন বিষয় প্রশিক্ষন কোর্সের ৯৭তম ব্যাচের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ননী গোপাল দাস।
বিষয় ভিত্তিক পেশাগত উন্নয়ন বিষয় প্রশিক্ষন কর্মশালার সভার সভাপতিত্ব করেন এইচএসটিটিআই পরিচালক(ভারপ্রাপ্ত)প্রফসর সুনীল বরন হাওলাদার।
অনুষ্ঠনটি সঞ্চালন করেন , সহকারী পরিচালক হোস্টেল সুপার মোঃ বাহারউদ্দিন। বক্তব্য রাখেন উপপরিচালক ও কোর্স সমন্বয়ক এটিএম মজিবুল হক, উপপরিচালক এনামুল হক ও স্বপন কুমার হাওলাদার।
অনুষ্ঠন শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মুসলিমউদ্দিন ডিগ্রী কলেজের রাষ্ট্র বিজ্ঞান প্রভাষক মোঃ শহিদুল ইসলাম। গীতা পাঠ করেন মাহিলারা ডিগ্রী কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক তাপস চন্দ্র চক্রবর্তী।
কোর্স উদ্বোধন শেষে শিক্ষকদের রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়।
এই সময় ৯৭তম ব্যাচের বিষয়ভিত্তিক পেশাগত উন্নয়ন বিষয় প্রশিক্ষন কোর্সের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post