মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে বিদেশী চিকিৎসকদের সহযোগিতায় বিনামুল্যে মহিলাদের জরায়ুর সমস্যাজনিত চিকিৎসা ও অপারেশন বিষয়ে সংবাদ সম্মেলন হয়েছে। আজ শনিবার (১৩ মে) কুমুদিনী হাসপাতাল কতৃপক্ষ কুমুদিনী কমপ্লেক্্েরর লাইব্রেরী মিলনায়তনে বেলা এগারটায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। মহিলাদের বিনামুল্যে জরায়ু অপারেশনসহ চিকিৎসা এবং এই রোগ প্রতিরোধে বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কুমুদিনী হাসপাতালর পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, সহকারী পরিচালক ডা. এ বি এম আলী আহসান, এজি এম অনিমেশ ভৌমিক রিটন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাই, কুমুদিনী ইউমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম এ হালিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার ডা. শ্রাবণী সাহা এবং কুমুদিনী নার্সিং স্কুর এন্ড কলেজের মেট্রন সিস্টার দিপালী পেরেরা প্রমুখ।
সংবাদ সম্মেলনে প্রফেসর ডা. এম এ হালিম ও ডা. প্রদীপ কুমার রায় বরেন, শহীদ দানবীর রণদা প্রসাদ সাহার ১৯৩০ সালে ১০৫০ শয্যা কুমুদিনী হাসপাতাল প্রতিষ্ঠার পর ১৯৯৪ সাল পর্যন্ত বিনামুল্যে চিকিৎসা সেবা বিদ্যমান ছিল। বর্তমানে ২০ টাকায় ফি দিয়ে রোগীরা ডাক্তার দেখানো, ভর্তিকৃত রোগীদের থাকা, খাওয়া, ডাক্তার ও নার্সদের সেবা সম্পুর্ন বিনামুল্যে করা হয়।
২০১৭ সাল থেকে বিদেশী চিকিৎসকদের সমন্ময়ে অস্ট্রেরিয়ান ডাক ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় প্রশান্তি প্রজেক্ট এর মাধ্যমে বিনামুল্যে মহিলাদের জরায়ুর সমস্যাজনিত রোগ পেলভিক অরগ্যান প্রোর্যান্স এর চিকিৎসা, আধুনিক পদ্ধতিতে অপারেশন ও ডাক্তার, ইন্টার্ন ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং এ পর্যন্ত ৬০০শ রোগী বিনামুল্যে চিকিৎসা সেবা পেয়েছে।
এদিকে এরই ধারাবাহিকতায় আজ ১৩ মে থকে আগামী ১৫ মে পর্যন্ত কুমুদিনী হাসপটালে অস্ট্রেরিয়ান ডাক্তার এবং কুমুদিনী হাসপাতালের ডাক্তার ও নার্সদের সমন্ময়ে প্রেলান্স রোগী অপরোমেন ও প্রশিখ্ষণ কর্মশালার আয়োজন করা হয়। চিকিৎ]সকদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ান ডাক ফাউন্ডেশনের ডা. বারবারা আ্যান হ্যালি, ডা. জোহান ইউলিয়াম টেইলার, কুমুদিনী হাসপাতালেল পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, ডা. বিলকিছ প্রমুখ।

Discussion about this post