প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের মতো মেহেরপুরে কৃষকের জমির ধান কেটে দিলো মেহেরপুর জেলা কৃষক লীগ।
(১৩ মে) শনিবার সকালে গাংনী উপজেলার চিতলা গ্রামের খলিলুর রহমান নামের এক কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে কৃষক লীগের নেতাকর্মীরা।
গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুল হক শান্তি, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, সহ কৃষক লীগের উপজেলা ইউনিয়ন সহ ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। মাঠে ধান থাকা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ মে ২০২৩

Discussion about this post