নওগাঁ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে ৬ নং ওয়ার্ডের চকপ্রসাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এফতেখার আলম টুনু এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান,প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনাদের কাছে আমার কোনো চাওয়া নেই। আমার চাওয়া পাওয়া শুধু নওগাঁবাসীর জন্য, নওগাঁকে একটি সুন্দর আধুনিক স্মার্টভাবে গড়ে তোলার জন্য আপনারা আমার পাশে থাকবেন। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় এবং করোনা মহামারির সময় আমি আপনাদের পাশে ছিলাম, মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকবো।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর -৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।
তিনি বলেন, আমি বর্তমানে যে চেয়ারে বসে আছি, এই চেয়ারে বসে নওগাঁর সকল মানুষের সেবা করা সম্ভব হয় না, এজন্য আমার এমন একটা যোগ্য চেয়ার চাই, যে চেয়ারে বসার ধারাবাহিকতায় যেন নওগাঁ সদর-৫ আসনের সকল গরিব-দুঃখী অসহায় ও সর্বস্তরের জনগণের পাশে থাকতে পারি।
মতবিনিময় সভায় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নওগাঁ জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বার এসোসিয়েশন নওগাঁ খোদাদাদ খাঁন পিটু।
তিনি বলেন, তিনজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীকে একই মঞ্চে দেখে আপনারা সবাই অবাক হচ্ছেন, বিষয়টা অবাক হওয়ার মতই, কিন্তুু আমারা তিনজন প্রার্থী একসাথে একই মঞ্চে কেন, এর কারন বাংলাদেশের চারিদিকে উন্নয়নের ছোয়া, কিন্তুু নওগাঁর কোনো উন্নয়ন নেই, নওগাঁকে সুন্দর পরিচ্ছন্ন এবং স্মার্ট নওগাঁ গড়ে তোলার জন্যই আমরা এবার একজোট হয়েছি। আশা করি আপনারা ও আমাদের পাশে থাকবেন, এবং আমরা আশাবাদী আমাদের তিনজনের মধ্যে যে কোন একজনকে আমাদের নেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিবেন।
এ সময় অন্যান্যের মধ্যে , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী,শাকিল আহম্মেদ বাদল, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান সাগর, জেলা ছাত্রলীগের সাধারন-সম্পাদক আমানুজ্জামান সিউল সহ- অংগ সংগঠনের কয়েকশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post