মোঃ রাসেল, বরগুনাঃ বরগুনা জেলার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়ন এর যুগিয়া এলাকা থেকে ২ জন চিহ্নিত মাদক কারবারিকে ২০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১০ টার দিকে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি টিম তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন, আমতলী উপজেলাধীন আরপাঙ্গাশীয়া ইউনিয়ন এর যুগিয়া গ্রামের নিবাসী মৃত আব্দুল জব্বার এর পুত্র ফরহাদ তালুকদার (৪০) উত্তর ঘোপখালী এলাকার সফিজ উদ্দিন হাওলাদার পুত্র মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার (৪৫)।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা সুত্রে জানা যায়, (১৯মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা শাখার ওসি শহিদুল ইসলামের নেতৃত্ব একটি টিমন আমতলীর আরপাঙ্গাশিয়া এলাকায় অভিজান পরিচালনা করে এবং ২০০ পিছ ইয়াবা সহ দুইজন কে গ্রেফতার করেন। যার আনুমানিক বাজার মুল্য ষাট হাজার টাকা।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) র ওসি শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদে ভিত্তিতে (ডিবি) র একটি টিম আমতলীর আরপাঙ্গাশিয়া এলাকায় অভিজান পরিচালনা করি এবং ২০০ পিচ ইয়াবা সহ দুইজন চিহ্নিত মাদক কারবারি কে গ্রেফতার করি। তাদের নামে নিয়মিত মামলা রজু করা হবে এবং আমতলী থানা পুলিশের হাতে তুলে দেয়া হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post