জাহিদ হাসান: “স্মার্ট ভূমি সেবায়, ভূমি মন্ত্রণালয়” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া ভেড়ামারায় সাত দিন (২২-২৮শে মে পর্যন্ত) ব্যাপি ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (২২শে মে) উপজেলা ভূমি অফিস কর্তৃক সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালি ও ভূমি অফিস প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র নাইমুল হক সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসার বৃন্দ।
ভূমি সেবা সপ্তাহে যে সকল সেবা প্রদান করা হচ্ছে-
অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে প্রদান করা, ই-নামজারীর আবেদন গ্রহণ, সেবা গ্রহীতাদের ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার সরাসরি উত্তর প্রদান ইত্যাদি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post