মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকেঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান এমপি বলেছেন, নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করা হলে আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবো। সরকার এ ব্যাপারে সব সময় সতর্ক রয়েছে।
রোববার দুপুরে রামগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে ড. আনোয়ার হোসেন খান এমপি এসব কথা বলেন।
সভায় অবৈধ ট্যাক্টর বন্ধসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর বাংলাদেশকে মাথা উচু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। তার নেতৃত্বে অপরাধ দমনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে সরকার।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলামের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেল্লাল আহমেদ, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান, ভাদুর ইউপি চেয়ারম্যান জাবেদ হোসেন, লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজ উল্ল্যা জিসান, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান সামছুল ইসলাম সুমনসহ প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post