আনোয়ারায় ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর হস্তান্তর উপলক্ষে শুক্রবার (২৬ মে) এক মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন বারখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল গফফার চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, আনোয়ারা উপজেলা যুবলীগের সাবেক মেম্বার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সেলিম, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দু রহিম,আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা স্বপন ধর, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সহ সভাপতি আজিজুল হক আজিজ, আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা ওহিদ, আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাতের সদস্যসচিব আবু তৈয়ব রাসেল, এম নাজিম উদ্দীন ছোটন, আরিফুল ইসলাম, আজম খান, মো. হারুন, শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ওয়াসিকা আয়শা খান এমপি বলেন ভূমিহীন ও গৃহহীনদের জন্য বাসগৃহ নির্মাণ করে দেওয়া আওয়ামী লীগ সরকারের চমৎকার হৃদয়স্পর্শী একটি উপহার। গৃহহীন ও ভূমিহীন অসহায় মানুষদের ভূমি ও গৃহদানের জন্য জননেত্রী শেখ হাসিনা বিশ্বের ইতিহাসে অনন্য হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশীদার হয়ে আনোয়ারা, কর্ণফুলী, লোহাগাড়া, সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলায় তিন অর্থবছরে প্রায় ৫০টি অসহায় পরিবারকে গৃহ নির্মাণ করে দিতে পেরেছি।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২৬,২০২৩//

Discussion about this post