জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:
সদরঘাট নৌ পুলিশ অভিযানে ১২০০ লিটার ভোজ্য তেল জব্দ ও ৪ জনকে আটক করেছেন।
২৮ মে রাত সাড়ে ৪টার সময় সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে এসব তেল জব্দ ও চোরাকারবারি কাজে জড়িত অভিযুক্তদের আটক করা হয়।
সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল ভোর রাতে রাতে এস আলম কোম্পানী কর্তৃক আমদানীকৃত ১২০০ লিটার অপরিশোধিত ভোজ্য তেল এবং এমটি-বুলবুল নামক ০১ টি ওয়েল ট্যাংকার এমডি ওশান ভিউ নামক ০১ টি মালবাহী লাইটার জাহাজসহ ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-০১। মোঃ রায়হান (২৩), পিতা- মোস্তফা মোন্না, মাতা- সেলিনা বেগম, সাং- ফুকরা ০১ নং ওয়ার্ড, ০৭ নং ফুকরা ইউপি, থানা- কাশিয়ানী, জেলা- গোপালগঞ্জ, ০২। বুলবুল আহম্মদ (২৫), পিতা- মৃত সোহরাব হোসেন, মাতা- তানজিরা বেগম, সাং- পদ্মবিলা ০৪ নং ওয়ার্ড, ০১ নং গাজীরহাট ইউপি, থানা- দিঘলিয়া, জেলা- খুলনা, ৩। মোঃ আব্দুল হক (৪২), পিতা- মোঃ নবাব আলী, মাতা- মৃত জরিনা বেগম, সাং- অম্বর নগর ০৪ নং ওয়ার্ড, থানা- সোনাইমুড়ি, জেলা- নোয়াখালী, ০৪। ওহিদুর নবী(৪২), পিতা- মৃত মোঃ তোফাজ্জল হোসেন, মাতা- নুরজাহান বেগম, সাং- নিজকুঞ্জরা ০৯ নং ওয়ার্ড, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী নামক ০৪ (চার) জনকে আটক করা হয়।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এস আলম ভেজিটেবল অয়েল লিঃ এর জন্য আমদানীকৃত অপরিশোধিত ভোজ্য তেল বহনকারী এটি এমটি-বুলবুল হতে লাইটার জাহাজ এমভি ওশান ভিউ জাহাজে অগোচরে অসাধু উপায়ে আমদানিকৃত প্রায় ১২০০ লিটার ভোজ্য তেল সরিয়ে নিয়ে যাচ্ছে। কর্ণফুলী থানাধীন ডায়মন্ড সিমেন্ট ঘাট বরাবর কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে এমভি ওশান ভিউ জাহাজটি আটক করি এবং উক্ত জাহাজের সামনের অংশের পানির টাংকি হতে অনুমান প্রায় ১,২০০ (এক হাজার দুইশত) লিটার অপরিশোধিত ভোজ্য তেল, খোলা অবস্থায় পাওয়া যায়। যা জব্দ করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post