কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক মাটির পৃথিবীর পত্রিকার যুগ পূর্তি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৩০শে মে) সন্ধ্যায় কুষ্টিয়া জজকোর্টের এ্যাড. আব্দুর রউফ এর চেম্বারে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম নজরুল করিম। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আল- মামুন সাগর। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু।
মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাটির পৃথিবীর নির্বাহী সম্পাদক বাবলু রঞ্জন বিশ্বাস এর উপস্থাপনায় বক্তব্য রাখেন, পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম এ জিহাদ, উপদেষ্টা সম্পাদক কবি আসমান আলী, সহ- সম্পাদক আইনজীবী আব্দুর রউফ, সহকারী সম্পাদক ইমদাদুল ইসলাম, ব্যবস্হাপনা সম্পাদক আবুল কাশেম, মিরপুর সোনালী ব্যাংকের ম্যানেজার শাহিন আলী, দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, একুশে টিভির জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, ব্যাংকার ফজলুল হক, ব্যাংকার ও লেখক হাসান টুটুল, সাংবাদিক যুবায়েদ রিপন, সাজ্জাদ রানা, গোলাম মোস্তফা, মাসুদ রানা, দৈনিক স্বতঃকন্ঠ ও গণ মানুষের আওয়াজ পত্রিকার সাংবাদিক জাহিদ হাসান প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার স্টাফ রিপোর্টার মাওলানা হারুনুর রশিদ।
এবি//দৈনিক দেশতথ্য//মে ৩১,২০২৩//

Discussion about this post