দুইটি গরু সহ দগ্ধ খামার মালিক
নওগাঁয় দুর্বৃত্তের দেয়া আগুনে একটি খামারের ২ টি গরু দগ্ধ হয়েছে । আগুনে গরু পুড়তে দেখে বাঁচাতে খামারে প্রবেশ করলে সেই আগুনে দগ্ধ হয়ে মারাত্বক আহত হয়েছে খামারে মালিক শামীম (৩২)। অগ্নিদগ্ধ ওই মালিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য বগুড়া জিয়া মেডিকেলে নেয়া হয়েছে।
বুধবার (৩১ মে) রাত ৩ টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ খামারের মালিক গোয়ালি গ্রামের আবুল কালাম মেম্বারের ছেলে।
এ ঘটনায় অগ্নিদগ্ধ শামীমের বাবা বলেন, প্রতি রাতের মতো সেই রাতে খামারের সব কাজ শেষ করে খামারের গেট বন্ধ করে ঘুমাতে যাই আমরা। রাতে বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে ঘুম না ধরাই জেগে ছিলাম আমি । রাত ৩টার দিকে হঠাৎ ছাগলের আওয়াজ শুনতে পাই। খামারে চোর ঢুকছে কিনা সেই সন্ধে ঘরের দরজা খুলে বাইরে তাকিয়ে দেখি খামারে আগুন জ্বলছে। ওই সময় আমার ছেলে খামারের গরু বাঁচাতে খামারে প্রবেশ করলে সে নিজেও সেই আগুনে দগ্ধ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই প্রতিবেশীদের সাহায্য আগুন নিভাতে পেরেছি। খামারে আমাদের ১০টি গরু ছিল। যেই দুইটি গরু দগ্ধ হয়েছে তার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। খামারে ছাগলসহ হাস, মুরগিও ছিল।তাদের মধ্য কয়েকটি হাস পুড়ে মারাও গিয়েছে।
এবিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন , দুর্বৃত্তের ছোঁড়া আগুনে দগ্ধ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এবং ঘটনাটি জানার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটলো বা এর সাথে কারা জড়িতে সার্বিক বিষয়ে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ৩১,২০২৩//

Discussion about this post