কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের ভেড়ামারা শহরের বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান, বিএনপি’র দলীয় কার্যালয় ও ২০টি মোটরসাইকেল ভাংচুরসহ দলীয় নেতাকর্মীদের অবৈধ গ্রেপ্তার ও মারধরের ঘটনায় মিরপুরে বিএনপি’র আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় মিরপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, মালিহাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরে আল-আমিন বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহবায়ক ইফতেখার আলম শিল্পু, নাসিুরজ্জামান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুল ইসলাম মনি, যুগ্ম আহবায়ক তুজাম উদ্দিন, আব্দুল হালিম, আমলা ইউনিয়ন স্বেচছাসেবক দলের সদস্য সচিব খন্দকার শাহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক নিশাত, স্বেচ্ছাসেবক দল নেতা হাসান আলী, ইয়াসিন আলী প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//মে ৩১,২০২৩//

Discussion about this post