সিলেট অফিস : সিলেট-তামাবিল সড়কে পিকনিক বাসের ধাক্কায় ঘটনাস্থলে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(১জুন) দুপুর দুইটার দিকে সদর উপজেলা পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নুর মিয়া (৬০)। তিনি খাদিমপাড়া ইউনিয়নের বাওল টিলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।তবে বাসের চালক ঘটনার পর পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম এন্টারপ্রাইজ নামে একটি বাস জাফলং থেকে সিলেট আসার পথে সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
এদিকে, এই ঘটনার পর রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post