কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
ফি বছরই বর্ষা মৌসুমে ক্ষেতে পানি প্রবেশ করে নষ্ট হয় ফসল। ক্ষতিগ্রস্থ হয় ২শতাধিক কৃষক। আর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এ সকল কৃষক তাদের ক্ষেতের ফসল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বুরুয়া গ্রামের কৃষক ¯^পন মজুমদার, মৃনাল কান্তি বালা, মনোতোষ মজুমদার, প্রকাশ বাড়ৈ, প্রনব মজুমদার, কৃষাণী রিনা মজুমদার, তপতী বালা, সবিতা মজুমদার বক্তব্য রাখেন ।
কৃষক মনোতোষ মজুমদার বলেন, কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামের দক্ষিণ পাশের বিলে আমাদের প্রায় দেড়শত বিঘা জমি রয়েছে। এই বিলের দক্ষিণ ও পূর্ব পাশ দিয়ে একটি বেড়িবাঁধ নির্মাণ করলে আমাদের ক্ষেতের ফসল রক্ষা পেত।
কৃষক স্বপন মজুমদার বলেন, আমরা ক্ষতিগ্রস্থ কৃষকগণ সকলে মিলে নিজস্ব অর্থায়নে বেড়িবাঁধ নির্মাণ করতে গেলে বুরুয়া গ্রামের মনিন্দ্র হালদার, অরবিন্দ দত্ত, মুনিরাম হালদার, গণেশ হালদার, পরিতোষ মজুমদার, মঙ্গল বিশ্বাসসহ আরো কয়েকজন মিলে আমাদের বেড়িবাঁধ নির্মাণে বাঁধা সৃষ্টি করেছে। তাই আমরা বেঁড়িবাধ নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে মনিন্দ্রনাথ হালদার ও অরবিন্দ দত্তদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, এই বেড়িবাঁধের মধ্যে আমাদেরও জায়গা আছে। বেড়িবাঁধ নির্মাণের পক্ষের লোকজন আমাদেরকে না জিজ্ঞেস করে বেড়িবাঁধ নির্মাণ করছেন। তাই আমরা বাঁধা দিয়েছি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post