নওগাঁ প্রতিনিধি: নওগাঁ মডেল টাউনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে কোটি টাকা মূল্যের ১৮ শতক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
তার এই কাজে ব্যক্তি মালিকানা জমিকে খাস জমিতে রূপান্তরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলামের বে-আইনী তৎপরতার অভিযোগ এনে অবস্থান কর্মসূচি ও স্বারকলিপি প্রদান করেছে ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (০৮ জুন) বেলা ১১টায় শহরের চকপাথুরিয়া এলাকায় নওগাঁ মডেল টাউনের গেইটের সামনে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের হাতে স্বারকলিপি তুলে দেন ভুক্তভোগী জমির মালিকরা। স্বারকলিপিতে এসিল্যান্ড রফিকুল ইসলাম ও আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, চকপাথুরিয়া এলাকাটি নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন। সেখানে দীর্ঘ দিন যাবত জমি কিনে দোকানপাট তৈরি করে ব্যবসা করে আসছেন। সম্প্রতি সেখানে আবাসিক প্রকল্প নির্মাণের জন্য কিছু জমির মালিকের থেকে চুক্তি সাপেক্ষে জমি কেনার প্রতিশ্রুতি দেয় আবাসন ব্যবসায়ী আব্দুল কুদ্দুস। তবে কুদ্দুস তার কথা রাখেননি। জমিগুলো কেনার আশ্বাস দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ব্যক্তিমালিকানাধীন জমিকে খাস হিসেবে রূপান্তর করতে এসিল্যান্ডের সহযোগীতা নেন। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী বাধ্য হয়ে নিজেদের জমি রক্ষায় অবস্থান কর্মসূচি ও অভিযুক্তদের বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন।
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, স্বারকলিপিতে বেশ কিছু বিষয়ে অভিযোগ তুলে ধরেছেন চকপাথুরিয়া এলাকার বাসিন্দারা। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post