রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে জমি দখলের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (১০ জুন) বিকালে মেলান্দহ উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানায়, ২০২১ সালের ডিসেম্বরে উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সি নাংলা এলাকার কসিম উদ্দিনের ছেলে মো. শাহজাহানের থেকে ৮ শতাংশ জমি ক্রয় করে ওই এলাকার আঃ গফুরের ছেলে মো. শফিকুল ইসলাম।
৮ শতাংশ জমি কিনলেও দখলে আরো বেশি নিতে চেষ্টা করে শফিকুলের পরিবার।বাঁধা দিতে গেলে আঃ গফুরের ছেলে শফিকুল,শহীদ, মানিক ও আঃ গফুরের স্ত্রী সুফিয়া বেগম অকথ্যভাষায় গালিগালাজ করে। এ-ই নিয়ে একাধিকবার সালিশ বৈঠকে মিমাংসার চেষ্টা করা হলেও মিমাংসা না হয়ে উল্টো আব্দুস সোবহান ও শাহাজানের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয় ।
গত বৃহস্পতিবার এ নিয়ে দু-পক্ষের মাঝে সামান্য কথা কাটাকাটি হয়। কোন ধরনের ঘটনা না ঘটলেও নিজেদের শরীরে নিজেরাই আঘাত করে হাসপাতালে চিকিৎসা নেন।এ ঘটনায় শাহজাহান ও তার দুই ছেলে মিজানুর ও মনির হোসেনের বিরুদ্ধে থানায় শারিরীক নির্যাতনের অভিযোগ দেন।এতে গ্রেফতার আতঙ্কে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।
মেলান্দহ থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে সামান্য গন্ডগোল হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post