শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনে জয়ের অন্তরালের ৩ কারণ চিহ্নিত করেছেন নব
নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।
দল-সংগঠন, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ততা ও ধারাবাহিক উন্নয়নের ফলে জনগণ তাকে ভোট দিয়ে বিজয়ীমকরেছেন বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ১০ টায় নগরীর ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে কেসিসির কর্মকর্তা-কর্মচারী ও নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তালুকদার আব্দুল খালেক বলেন, নির্বাচনের সময়ে আমি বলেছিলাম আমার ২০০-২৫০ টি রাস্তা-ঘাট, ড্রেন, খালের কাজ চলমান। আগে এই
কাজগুলো সম্পন্ন করব। জয়ের কারণ হিসেবে তিনি বলেন, আমাদের সংগঠন ও কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল। আর খুলনাবাসীর উন্নয়নের প্রতি একটা সমর্থন ছিল। যার কারণেই জয় পেয়েছেন তিনি।
নির্বাচনে অর্ধেক নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তাদের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি কর্পোরেশনের নিয়ম আছে তাদের আমার সাথে সমন্বয় করে চলতে হবে। মেয়র তার নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলবে। সিটি কর্পোরেশন চালানোর জন্য যারাই নির্বাচিত হয়েছেন, তাদের মেয়রের সাথে থেকেই করতে হবে।
এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
এর আগে সোমবার সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। এবারই প্রথম খুলনা সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে সাধারণ ওয়ার্ডে ৩১ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডে ১০ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক। এ নিয়ে তৃতীয়বারের মত নির্বাচিত হলেন তালুকদার আব্দুল খালেক।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post