পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব (১৭) উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় টাই ব্রেকারে কুয়াকাটা পৌরসভা একাদশ ৪-২ গোলে লালুয়া ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন কুয়াকাটা পৌরসভা একাদশের আদিবাসী যুবক ডিসকো।
খেলা শেষে বিজয়ী কুয়াকাটা পৌরসভা একাদশ ও রানার্স আপ লালুয়া ইউনিয়ন একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ইউএনও মোঃ জাহাঙ্গীর হোসেন, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, শাহিনা পারভীন সীমা, এসিল্যান্ড কৌশিক আহমেদ, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ। হাজার হাজার দর্শক খেলার মাঠে উপস্থিত হয়ে ফুটবল ম্যাচটি উপভোগ করেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক অনূর্ধ্ব (১৭) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে মোট ১২টি ইউনিয়ন ও ২টি পৌরসভা অংশগ্রহণ করে। বিজয়ী দল পরবর্তীতে জেলায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছে আয়োজক সূত্র।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৭,২০২৩//

Discussion about this post