জাহিদ হাসান: কুষ্টিয়া ভেড়ামারায় এশিয়ার বৃহত্তম রাজনৈতিক সংগঠন, স্বাধীনতা, গনতন্ত্র, উন্নয়নের প্রতীক ও সংগ্রাম, অর্জনে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা সহ বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনু ও সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা। এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, ধরমপুর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল হক, সাবেক চেয়ারম্যান সাহাবুল ইসলাম লালু, জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, সাবেক চেয়ারম্যান শাহেদ সাহেদ আহমেদ শওকত, যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সাধারণ সম্পাদক মানিক মিয়াসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post