বেনাপোল প্রতিনিধি:
আগামী ২০২৪ সাল পদ্মা সেতু হয়ে বেনাপোল ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হবে।
আজ শুক্রবার দুপুরে ১২ টার সময় বেনাপোল রেলস্টেশন পরিদর্শন কালে বাংলাদেশ রেলওয়ে অধিদফতরের সচিব ড. হুমায়ন কবির এ কথা বলন।
তিনি আরও বলেন,বেনাপোল রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন ও উনয়নমুলক কর্মকান্ড সম্প্রসারন করা হবে। পাশাপাশি যাত্রী সবার মান বাড়ানোর লক্ষে যাত্রী বিশ্রামগার নির্মাণ করা হবে। বহিরাগতরা যাতে স্টেশন এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি আরও বাড়ানো হবে।
পরে তিনি বেনাপোল রেল স্টেশনের মান উনয়ন কাস্টমস, বিজিবি.পুলিশ, রেল কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সাথে বৈঠাক করেন। এসময় রাজশাহী অঞ্চলের চিপ ইনজিনিয়ার আসাদুজ্জামান, যশাোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহম্মেদ, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সলিমুদ্দোজা, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চদ্র পাল, শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, সিএন্ডএফ এজেন্ট অ্যাসাসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন উপস্তিত ছিলেন।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post