খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটির চন্দনীমহল এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুন) সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের তাদের কাছ থেকে ১৪ রাউন্ড শর্টগানের গুলি, ১টি এয়ারগান, ১ টা রামদা, ৪টি চাপাতি ও ১ টি চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সবুজ গাজী ও রিয়াজ হাওলাদার।
দিঘলিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রিপন কুমার সরকার জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে দিঘলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেনহাটি পুলিশ ফাঁড়ির সহায়তায় শুক্রবার (২৩ জুন) বেলা ১১টায় চন্দনীমহল গ্রামের মরহুম গাজী সিরাজুল ইসলামের ছেলে সবুজ গাজীর বাড়ি থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় দিঘলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ২৩,২০২৩//

Discussion about this post