পটুয়াখালীর কলাপাড়ায় ১০ লাখ পিস গলদা চিংড়ি রেনু সহ একটি ট্রাক আটক করেছে কোষ্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের উমেদপুর এলাকায় অভিযান চালিয়ে এসব রেনু জব্দ করা হয়।
পরে উপজেলা ফিশারী কর্মকর্তার উপস্থিতিতে এসব রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। ট্রাকের চালক এ রেনু আর বহন করবেনা মর্মে মুচলেখা দিলে ট্রাক সহ তাকে ছেড়ে দেয়া হয়। উদ্ধারকৃত এসব রেনুর দাম প্রায় ২০ লাখ টাকা।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, রেনুপোনা শিকার বন্ধে কোষ্টগার্ডের অভিযান অব্যাহত হয়েছে। যারা রেনুপোনা শিকারের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ জুলাই ২০২৩

Discussion about this post