সিলেট অফিস:
পুলিশের অনুমতি না পাওয়ায় ২১ জুলাই সিলেটের রেজিস্ট্রারি মাঠে ফের জনসভার ঘোষণা দিয়েছে সিলেট মহানগর জামায়াত ইসলামী।
শনিবার(১৫ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে জনসভার নতুন তারিখ ঘোষণা করেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
সিলেটে শনিবার জনসভার ঘোষণা দিলেও অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টায় মহানগর জামায়াত।
এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর ১২টায় নগরের আল হামরা শপিং সেন্টারের রিচমন্ড রেস্টুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলন আয়োজন করেছিল দলটি।
তবে শেষ পর্যন্ত ‘পুলিশের বাঁধার’ মুখে নির্ধারিত ওই ভেনুতে সংবাদ সম্মেলন করতে পারেনি। পরে দুপুর ১টায় নগরের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটে তাদের দলীয় কার্যালয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত।
এতে লিখিত বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় সবার প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে জনসভা করতে চেয়েছিল জামায়াতে ইসলামী। আমাদের ঘোষিত ১০ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত ঐতিহাসিক রেজিস্টারি মাঠে শনিবারের শান্তিপূর্ণ জনসভায় প্রশাসন কর্তৃক অনুমতি না দেওয়ায় সিলেটবাসী বিস্মিত, হতবাক ও হতাশ হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট মহানগর নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা দক্ষিণের সেক্রেটারি নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
দৈনিক দেশতথ্য///এস//

Discussion about this post