ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ : সুনামগঞ্জের ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই সাব্বির আহসানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের মৃত সুকেন্দ্র লাল রায়ের ছেলে মাদক ব্যবসায়ী বিকাশ রায় বিকুকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বিকাশ রায় বিকুকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার এসআই সাব্বির আহসান জানান, তার বিরুদ্ধে থানায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে রোববার (১৬ জুলাই) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
দৈনিক দেশতথ্য///এস//

Discussion about this post