ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রীর (১৭) অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণের অভিযোগে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি (কাদিপুর) গ্রামের মৃত হেকিম মোল্লার ছেলে আব্দুন নূরকে (৬০) গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ থেকে জানা গেছে, ওই ছাত্রী বর্তমানে ২৩ সাপ্তহের অন্তঃসত্ত্বা। এঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী হিন্দু ছাত্রীর মা শুক্লা রানী বৈদ্য বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশ অভিযান চালিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগে আব্দুন নূরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ধর্ষক আব্দুন নুরকে (১৬ জুলাই) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
দৈনিক দেশতথ্য///এস//

Discussion about this post