সিলেট অফিস :
রাত পোহালেই সিলেটের বিশ্বনাথে উপজেলার ৫ ইউনিয়নে ভোট যুদ্ধ। উপজেলার ৩নং অলংকারী, ৪নং রামপাশা, ৫নং দৌলতপুর, ৬নং বিশ্বনাথ সদর ও ৭নং দেওকলস ইউনিয়নে ভোট গ্রহণ আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পাঁচ ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে ভোট দিবেন ৭৯ হাজার ৭৭১ জন ভোটার। ৪৫টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় নির্বাচন কমিশন। রোববার দিনব্যাপী প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনের সব সামগ্রী সরবরাহ করা হয়। নির্বাচনের বিধি অনুযায়ী গত শনিবার মধ্যরাত থেকে প্রচার বন্ধ হয়ে গেছে।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা গোলাম সারওয়ার জানান, উপজেলার ৫ ইউনিয়নে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন ৭৬৪ জন কর্মকর্তা। এছাড়া প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পারমান পুলিশ ও আনসার বাহীনীর সদস্যরা দায়িত্বে থাকবেন। এছাড়া ৫জন ম্যাজিষ্ট্রেটসহ ৫টি স্টাইকিং ফোর্স সার্বক্ষণিক দ্বায়িত্ব পালন করবেন। নির্বাচনকে সুষ্টু ও শান্তিপূর্ণ করতে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ চারস্তরের নিরাপত্তায় গ্রহণ গ্রহণ করা হয়েছে। উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য মিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫৯ জন প্রার্থী।
২নং অলংকারী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯০৪টি। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৩০৮ জন। নারী ভোটার ৭ হাজার ৫৯৬ জন। ৯টি ওয়ার্ডে কেন্দ্রের সংখ্যা ৯টি। বুথ সংখ্যা ৪২ টি।
অলংকারী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শাহ তাজ্জুল ইসলাম মাইকেল (নৌকা) বিরুদ্ধে ভোটের মাঠে রয়েছেন বিএনপি, জামায়াতসহ ৪ প্রার্থী। তারা হলেন সতন্ত্র প্রার্থী নাজমুল ইসলাম রুহেল (চশমা) ও আতিকুর রহমান লিটন (ঘোড়া), জামায়াত নেতা মো. কামাল উদ্দিন (আনারস) ও মো. চেরাগ আলী (মটরসাইকেল)।
৪নং রামাপাশা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ১৩৪টি। এরমধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২৭২জন। নারী ভোটার ১১ হাজার ৮৬২জন। ৯ ওয়ার্ডে মোট কেন্দ্রের সংখ্যা ৯টি। বুথের সংখ্যা ৫৭ টি। রামপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা আরব আলী (নৌকা), বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান (ঘোড়া) ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইমাম উদ্দিন (আনারস) প্রতীকে লড়ছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা বশির আহমদ (চশমা)।
৫নং দৌলতপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৫৩১টি। এরমধ্যে পুরুষ ভোটার ৮হাজার ৯৩৭জন। নারী ভোটার ৮ হাজার ৫৯৪জন। ৯ ওয়ার্ডে মোট কেন্দ্রের সংখ্যা ৯ টি। বুথের সংখ্যা ৪৪ টি। দৌলতপুরে চেয়ারম্যান পদে দুই প্রার্থী অংশ নিচ্ছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক মেম্বার ওয়াহাব আলী (নৌকা)ও বিএনপি নেতা আরব খান (চশমা)।
৬নং বিশ্বনাথ সদর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৭৯১টি। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৪০৬ জন। নারী ভোটার ৪ হাজার ৩৮৫ জন। ৯ ওয়ার্ডে মোট কেন্দ্রের সংখ্যা ৯টি। বুথের সংখ্যা ২৫টি। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীগ প্রার্থীসহ মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী আবদুল জলিল হিরণ মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী দয়াল উদ্দিন তালুকদার (আনারস) ও মো. মুহি উদ্দিন পলাশ (মটরসাইকেল)।
৭নং দেওকলস ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৪১১টি। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮২৭ জন। নারী ভোটার ৬ হাজার ৫৮৪ জন। ৯ ওয়ার্ডে মোট কেন্দ্রের সংখ্যা ৯টি। বুথের সংখ্যা ৩৪ টি। দেওকলসে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম জুয়েলের (নৌকা), বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ বহিষ্কৃত নেতা ফখরুল ইসলাম মতসিন (আনারস), ফখরুল ইসলাম মতছিনের স্ত্রী মোছা. মমতাজ বেগম (রজনীগন্ধা), খেলাফত মজলিস মনোনীত র্প্রার্থী হাবিবুর রহমান (দেওয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক এমআর টুনু তালুকদার (ঘোড়া), সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা খায়রুল আমিন আজাদ (অটোরিক্সা), জামাত নেতা হোসাইন মোহাম্মদ আক্তার ফারুক (চশমা) ও প্রবাসী আলতাব আলী (মোটর সাইকেল)।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, আমরা ইতিমধ্যে ভোটগ্রহন সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রিজাইডিং অফিসারদের কাছে বিভিন্ন মালামাল বুঝিয়ে দেয়া হয়েছে। প্রিজাইডিং অফিসাররা মালামাল নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে অবস্থান করছেন। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য///এস//

Discussion about this post