কুষ্টিয়ায় দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুলের জমির উপর লাগান মূল্যবান ফলজ, বনজবৃক্ষ, শাকসব্জি বাগান কেটে ফেলেছে এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী দূর্বৃত্তরা।
শুধু ওই সমস্ত মূল্যবান বাগান ধ্বংশ করেই ক্ষ্যান্ত হয়নি তারা ৫ ফুট উচু ২’শ ফুট ষ্টিল তারের নেট খুলে নিয়ে গেছে সেই সাথে টিউবওয়েল খুলে নিয়ে পালিয়ে যায়। যাবার সময় সীমানা পিলার ও সিমেন্টের খুটি ভাংচুর করেছে। যার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২ লাখ টাকা। এ ব্যাপারে নজরুল ইসলাম মুকুল কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাংবাদিক নজজরুল ইসলাম মুকুল জানায়, তার বাড়ীর পাশে কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের বাড়াদী গ্রামের মধ্যপাড়ায় ৭শতক জমি জেলা প্রশাসন থেকে ১৯৮৪ সালে লীজ নিয়ে এ যাবত ভোগ দখলে আছে। এর মধ্যে চলতি বছরে মার্চ মাসের দিকে ওই জমির পাশে প্রায় ৩ কাঠা জমি খরিদ করে ভোগ দখল করছে। এই জমির উপর আম, কাঠাল, আমড়া, বেল, করমচা, পেঁপে গাছ লাগিয়েছে। এ ছাড়া লাউ, চাল কুমড়া, ঝিঙা, বেগুনসহ শাকসব্জি রোপন করে আসছে। যাতে এই বাগান করে ফসল জন্মাতে না পারে হিংসায় জ¦লে উঠে জমির পাশের বাড়ীর পরিবার। শুরু করে নানা প্রকারের ক্ষতি করার। ছাগল দিয়ে ওই সব গাছগাছালি খাইয়ে দেয়া শুরু করে। এক পর্যায় সাংবাদিক তাদেরকে বহুবার শর্তক করে তাতে কাজ হয়না। ১৯ জুলাই সকাল ৯টার দিকে সাংবাদিকের ছেলে ও ছেলের স্ত্রীকে বাগান থেকে শব্জি আনতে গেলে আমেনা ও তার ছোট বোন আয়েশা তাদেরকে হত্যার হুমকীসহ নানা প্রকারের ক্ষতির হুমকী দেয়।
এঘটনায় সাংবাদিক নজরুল ইসলাম মুকুল গত ১৯ জুলাই কুষ্টিয়া মডেল থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন। ওই অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপসহকারী পুলিশ পরিদর্শক সাহেব আলী ঘটনাস্থলে গেলে অভিযোগের প্রাথমিক সত্যতা পান বলে নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া মডেল থানার উপপুলিশ পরিদর্শক সাহেব আলী জানান, অভিযোগের সত্যতা আছে। দুই একদিনের মধ্যেই এঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ গ্রেফতার করে আদালতে সৌপর্দ করা হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২২ জুলাই ২০২৩

Discussion about this post