মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে মহাসমারোহে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয় এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পোনামাছ অবমুক্ত করন ও পুরুস্কার বিতরণ। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ছিল নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ।
উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সাপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক মায়েদুজ্জামান।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, বোরহান উদ্দিন, চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার।
সহকারী মৎস্য কর্মকর্তা মেহেরুনেছার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিম সংগ্রহকারী যথাক্রমে মো শহীদুল্লাহ, কামাল সওদাগর, রিমন মুহুরী, জাফর উল্লাহ খান মোঃ ইলিয়াস প্রমূখ।
সভাশেষে সফল মৎস্য চাষি হিসাবে মঞ্জুরুল আলম ও সৈয়দ মোঃ আবু তৈয়বকে সন্মননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়। পূবাহ্নে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে মোঃ ইলিয়াস, কাজল কান্তি চক্রবর্তী ও টিটু বড়ুয়া।
দৈনিক দেশতথ্য//এস//

Discussion about this post