গোফরান পলাশ, কলাপাড়া: জাতীয় মৎস্য সপ্তাহ,২০২৩ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মম্বিপাড়া ও মুসুল্লিয়াবাদের ২’শ অসহায় জেলে পরিবারের মাঝে ৫ হাজার ৫’শ টাকা করে বিকাশের মাধ্যমে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় কলাপাড়া উপজেলা টপ পরিষদের হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিববুর রহমান এ কর্মসূচীর উদ্বোধন করেন ।
কলাপাড়া ইউএনও মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অপু সাহা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সাইন্টিফিক অফিসার মো. আশরাফুল হক, কলাপাড়া থানার ওসি আলী আহমেদ, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, ইকো ফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, মহিপুর মৎস্য বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম বেপারী প্রমূখ। এছাড়া নৌবাহিনী ও কোষ্ট গার্ড অফিসার, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জেলে ও মৎস্য ব্যবসায়ীরাসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৫ জন সফল মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট এবং ৩০ জন মাঝিদের মাঝে ১ টি করে ফাস্ট এইড বক্স ও লাইফ জ্যাকেট বিতরন করা হয়।
পরে র্যালী ও উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Discussion about this post