সুনামগঞ্জ প্রতিনিধি :
স্টাফ রিপোর্টার: নিউইয়র্কস্থ সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা জায়েদ চৌধুরী অপুর সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মত বিনিময় সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮ টায় শহরের পৌরবিপনীস্থ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র মিঠুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সহ-সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রতিনিধি আল-হেলাল মোঃ ইকবাল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি গাজী টিভির প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদার, সাবেক সহ-সভাপতি দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙ্গা টেলিভিশন প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, সংগঠনের নির্বাহী সদস্য বাংলাভিশন টেলিভিশন প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক সিলেটবাণী প্রতিনিধি মো. মাসুক মিয়া, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক জালালাবাদ প্রতিনিধি জসিম উদ্দিন,দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী, দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি দিলাল আহমদ, সাংবাদিক শাহরিয়ার সুমন, দৈনিক সুনামকন্ঠ স্টাফ রিপোর্টার শামসুল কাদির মিছবাহ, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি কর্ণ বাবু দাস, সাংবাদিক মিল্লাত আহমেদ ও তানবির আহমেদ তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা সিলেট ও সুনামগঞ্জের মাটিতে প্রবাসী জায়েদ চৌধুরী অপুর দাদা ভাষা সৈনিক মুসলিম চৌধুরী,সুনামগঞ্জ মিউনিসিপ্যালিটির সাবেক চেয়ারম্যান মফিজ চৌধুরীর অবদানের পাশাপাশি তার পিতা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক বঙ্গবন্ধুর বিশ্বস্থ কর্মী আছদ্দর আলী চৌধুরী মোক্তার সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা জায়েদ চৌধুরী অপুর ভাই সিলেটের আতিয়া মহলে জঙ্গি হামলায় নিহত অগ্রজ পুলিশ কর্মকর্তা চৌধুরী আবু কায়ছার চৌধুরী দীপুর রুহের মাগফেরাত কামনা করেন।
এসময় নিউইয়র্ক সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক জায়েদ চৌধুরী অপু বলেন, আমি সুনামগঞ্জেরই সন্তান। আপনাদের দোয়া ও ভালোবাসায় থাকতে চাই। প্রবাসে থাকলেও মন পড়ে থাকে জন্মস্থান সুনামগঞ্জে। প্রবাসে কর্মময় জীবনের ব্যস্ততার কারণে সুনামগঞ্জের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাত তেমন একটা হয় না। তাই খুব মিস করি আমার এলাকার মানুষজনকে। খুব অল্প সময় নিয়ে সুনামগঞ্জে এসেছি। আপনাদের সবার সাথে সৌজন্য সাক্ষাত করে কুশল বিনিময় করতে এসেছি।
দৈনিক দেশতথ্য//এস//

Discussion about this post