কুষ্টিয়া কুমারখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনের শুরুতে জাতীয় এবং মহিলা লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে শান্তির প্রতীক পায়রা সহ বেলুন উড়িয়ে দেয়া হয়। গতকাল (২৯ জুলাই) শনিবার দুপুরে কুমারখালী পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন উপজেলা মহিলা আওয়াী লীগ।
ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে শামীমা পারভীন রোজী সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে রিমা আক্তার কে ঘোষণা করা হয়। দীর্ঘ দিন পর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো মহিলা লীগের সম্মেলন। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামিমা পারভিন রোজীর’ সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেব উন নিসা সবুজ, সাধারণ সম্পাদক এ্যাডঃ খন্দকার সামস্ তানিম মুক্তি, সাংগঠনিক সম্পাদক আফরুজা আক্তার ডিউ , কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, উপজেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম প্রমুখ ।
উক্ত সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দে উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৯ জুলাই ২০২৩

Discussion about this post