সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে জগন্নাথপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট টিপু সুলতানের সহযোগিতায় একদল পুলিশ অভিযান অভিযান চালিয়ে ১১টি মোটরসাইকেল আটক করেছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে এ অভিযান চালানো হয়। জানা গেছে, নিবন্ধন বিহীন, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট না থাকার অভিযোগে ১১টি মোটরসাইকেল আটক করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কোন রকম বৈধ কাগজপত্র ছাড়া ওইসব মোটরসাইকেল মালিকেরা রাস্তায় চলাচল করছিল। আটককৃত মোটরসাইকেল গুলো জগন্নাথপুর থানা হেফাজতে রয়েছে। এসময় ৩টি মোটরসাইকেল চালকদের কাছ থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০১,২০২৩//

Discussion about this post