কুষ্টিয়ার দৌলতপুরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত ৭৬টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক করা হয়।
ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. এ. সরওয়ার জাহান বাদশাহ্। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত সুধীজন ও সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন। দৌলতপুর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ঝড়, বন্যা, আগুন এবং পানিতে ডুবে নিহত ও ক্ষতিগ্রস্থ ৭৬টি পরিবারকে ১৩৬ বান্ডিল ঢেউটিন ও নগদ ৪ লাখ ২৮ হাজার টাকা দেওয়া হয়।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৩,২০২৩//

Discussion about this post