নিজস্ব প্রতিবেদক : সামাজিক আন্দোলনের অংশ তালগাছ একটি বিশ্বস্ত বন্ধু। প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে প্রাকৃতিক ভাবে এই তালগাছ। আমাদের দেশ থেকে তালগাছ হারিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ার কারণ এটি। সে লক্ষ্যে আজ শুক্রবার জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব, কুষ্টিয়া ও ভালোবাসার কুষ্টিয়ার যৌথ আয়োজনে কুষ্টিয়া বাইপাসে ৪০০ তালগাছের আটি রোপনের বিশাল কর্মযজ্ঞ করা হয়। বাগেরহাটের বৃক্ষপ্রেমী জনাব জাকির হোসেন এর পাঠানো ৪০০ আটি, জাগ্রত জনতা ও ব্যবসায়ী সংগঠনের চেয়ারম্যান জনাব শিহাব রিফাত আলম এর ঐকান্তিক সানুগ্রহে বৃক্ষ রোপন অনুষ্ঠানে রোজ ভ্যালি ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম কার্যক্রমের উদ্বোধন করেন।
মহতী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দুলাল, লেখক হাসান টুটুল, মোঃ ফয়সাল, লিমন আহমেদ, সাবিনা শারমিন, ফারজানা আফরোজ মিতু, শেফালী খাতুন, মোঃ মামুন, আবুজর গিফারী, তানভীর আহমেদ, নুরুজ্জামান, মোঃ রাফিজ ইসলাম, মোঃরাব্বি, তৌফিকুর রহমান, মোঃআরিফ বিল্লা, মিজানুর রহমান, সাব্বির হোসেন, পার্থ কুমার, আব্দুল্লাহ আল মাহমুদ , মুসা ইব্রাহীম প্রমূখ।।

Discussion about this post