পটুয়াখালীতে টানা ৪ দিনের ভারি বর্ষণের প্রভাবে সদর উপজেলার ধরান্দী লঞ্চঘাট এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে । নদী ভাঙ্গনে বিলীনের আশঙ্কা ধরান্দী লঞ্চঘাট। বিলীন হতে বসেছে উত্তর ধারান্দি বাজারের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান।
টানা ভারী বর্ষনে নদীতে জোয়ারের প্রভাবে তীব্র স্রোতে লঞ্চঘাট সংলগ্ন প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র ভাঙনের। ইতোমধ্যে লঞ্চঘাট এলাকায় নদীর পাড়ের ১টি মসজিদ প্রায় ১০-১৫ টি দোকান ,১ টি ঘাট নদীগর্ভে বিলীনের আশঙ্কা রয়েছে ।
স্থানীয়রা জানান,নদীতে ভাঙ্গন শুরু হওয়ায় বাজারের মসজিদ, ঘাট এবং আশপাশের দোকান এখন ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। দ্রুতই যদি নদী ভাঙন রোধে কোন ব্যবস্থা নেয়া না হয় তাহলে অচিরেই এগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
লোহালিয়া নদীর ভাঙ্গন রোধে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে স্থানীয়দের জানমালের নিরাপত্তার নিশ্চিতের দাবিও করেন স্থানীয়রা ।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.আরিফ হোসেনের জানান,”আমি বিষয়টি শুনিনি, এখন অবগত হলাম । খোঁজ-খবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post