নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক শহীদ হাসান আর নেই।
আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
শহীদ হাসান দীর্ঘদিন দৈনিক জনতায় কর্মরত ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ দুপুরে তার লাশ গোপালগঞ্জের কাশিয়ানিতে গ্রামের বাড়িতে
নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত শহীদ হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post