মৌলভীবাজারে আবু আহমদ ছিদ্দীকী এনডিসি একাটুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কার্যক্রম ও টিফিন বক্স বিতরণের’ উদ্বোধন করেন।
এসময় ১০৭ জন শিক্ষার্থীর মধ্যে উন্নত মানের খাবার ও টিফিন বক্স বিতরণ করা হয়।
এছাড়াও বিভাগীয় কমিশনার প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন”বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে
অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানের মাধ্যমে ১০০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার এসময় তিনি জেলা পর্যায়ের কর্মকর্তা ওসুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post