জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান মহিব বলেছেন, ‘বঙ্গবন্ধু কোন দলের নয়, তিঁনি বাঙ্গালী
জাতির পিতা। বাংলাদেশের স্বাধীনতা, সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিঁনি
পাকিস্তানের শোষন, পরাধীণতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র
প্রতিষ্ঠা করেছেন। শনিবার ১২ আগষ্ট কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি মহিব আরও বলেন, ‘১৫ আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা গড়ে তুলতে আমরা কাজ করছি। দক্ষিন উপকূলের কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দর, একাধিক তাপ বিদু্্যত কেন্দ্র, শের-ই-বাংলা নৌ-ঘাঁটি সহ সরকারের লক্ষ লক্ষ
কোটি টাকা বিনিয়োগের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড আপনারা গনমাধ্যমে তুলে ধরুন
কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধাআবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: ফরিদ উদ্দিন বিপু
বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, নির্মল নন্দী, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম,
পৌরসভার প্যানেল মেয়র মো: হুমায়ুন কবির প্রমূখ।
মতবিনিময় শেষে কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা ও রাঙ্গাবলী উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য এমপি মহিব কে ক্রেস্ট প্রদান করা হয়। পৌর শহরের উন্নয়নে অবদান রাখার জন্য পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া কলাপাড়া, রাঙ্গাবালী উপজেলার অনগ্রসর
জনপদের নারী উন্নয়নে অবদান রাখার জন্য কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করে রিপোর্টার্স ইউনিটি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post