হাটহাজারীতে ছড়া থেকে অজ্ঞাত পরিচয় এক
ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
রবিরার (১৪ আগস্ট) বিকালের দিকে উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের ফতেয়াবাদ
ছড়ারকুল এলাকার ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, রবিবার স্হানীয় লোকজন ওই ছড়ার ধারে আনুমানিক ৪৫/৫০ বছর বয়সী
এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ অবহিত হয়ে পুলিশ
ঘটনাস্থল গিয়ে লাশের সুরুত হাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এদিকে পূর্ব ছড়ারকুল ১ নং ওয়াডস্থ ইকবাল চেয়ারম্যান বাড়ীর মৃত জাফর
আহমেদের পুত্র খালেক ঘটনাস্থলে এসে লাশের পরনের কাপড় দেখে জানান লাশটি
তার ভাই ওমর ফারুকের। খালেক জানায় গত তিনদিন পূর্বে বৃহস্পতিবার রাত থেকে
তার ভাই তিন সন্তানের পিতা ব্যাটারী চালিত অটোরিকশা চালক নিখোঁজ হয়।
আজ সংশ্লিষ্ট থানায় জিডি করতে যাবার কথা ছিলো। এর মধ্যে সন্ধ্যার আগে ওই
ছড়াতে একটি লাশ পাওয়া গেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। তবে লাশে পচন
ধরে ফুলে যাওয়াতে চেহারা দেখে সনাক্ত করা না গেলেও পরনের কাপড় দেখে মনে
হচ্ছে লাশটি আমার নিখোঁজ ভাইয়ের।
জানতে চাইলে সংশ্লিষ্ট ইউপি সদস্য লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে
এ প্রতিবেদককে জানান, নিখোঁজ ওমর ফারুকের ভাই ও প্রতিবেশীদের কথা শুনে
মনে হচ্ছে লাশটি নিখোঁজ ওমর ফারুকের।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এ প্রতিবেদককে
জানান, ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে আসলে লাশটি
কার।” অজ্ঞাত পরিচয় ওই লাশের পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান
তিনি।

Discussion about this post