জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অনুমিত সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মিঠুন, সহকারী ভূমি সন্দ্বীপ তালুকদার, থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠন সহ সাংস্কৃতিক ও সরকারি, বেসরকারি দপ্তরের মুখপাত্ররা।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলো।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post