রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে কুমারপাড়াস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০ টার দিকে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃততে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকালে নিউ গভ: ডিগ্রি কলেজের সামনে থেকে একটি শোক র্যালি বের করা হয়। পরে সিএন্ডবি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুড়ালে প্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।
এছাড়াও রাজশাহী জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
দুপুরে ভোজ বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post