খুলনার রূপসা থানার মাস্টারপাড়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল, নগরীর চাঁনমারী ৩য় লেন, মাজার গলি এলাকার মৃত জাহিদুল ইসলাম বুলু’র ছেলে জনি মোল্যা (২০) এবং চাঁনমারী বাজার এলাকার মোঃ আবু ছালেহ স্বপনের ছেলে মোঃ সাব্বির (২২)।
কেএমপি’র দেয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুলনা থানাধীন চাঁনমারী এ্যাপ্রোচ রোডস্থ চাঁনমারী বাজার এলাকা থেকে ওই দু’ যুবককে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি সচল পিস্তল, একটি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশন বিহীন Apache মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক জনি মোল্যার বিরুদ্ধে ইতিপূর্বেও একটি হত্যা মামলা এবং একটি অন্যান্য ধারায় মামলা রুজু রয়েছে।
সর্বশেষ আটক দু’ যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে খুলনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-২৫, তারিখ-১২/০৮/২০২৩(ধারা- The Arms Act, 1878 এর 19A) ।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post