কুষ্টিয়ার দৌলতপুরে ছাতারপাড়া হাইস্কুলের নৈশ প্রহরীর লাঠির আঘাতে স্কুল শিক্ষক আহত হওয়ার ঘটনায় হামলাকারী নৈশ প্রহরী আশিকুর রহমানের অবশেষে কারাগারে স্থান হয়েছে।
হামলার ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলে দীর্ঘ প্রায় একমাস পলাতক থাকার পর জামিনের জন্য বুধবার আদালতে হাজির হলে আদালতের বিচারক তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে নৈশ প্রহরী আশিকুর রহমান দীর্ঘ একমাস স্কুলে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় তার নামের জায়গায় ফাঁকা রাখা হয়েছে। স্কুল কতৃপক্ষ অজ্ঞাত কারণে তাকে স্কুলে অনুপস্থিত দেখাননি। ওই স্কুলের বেশ কয়েকজন শিক্ষক ঘটনাটি নিশ্চিত করে জানান, ছাতারপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম স্কুলের নৈশ প্রহরী আশিকুর রহমানকে অনুপস্থিত দেখাননি। তার স্বাক্ষরের ঘরটি ফাঁকা রেখেছেন। কেন ফাঁকা রেখেছেন জানতে চাইলে তিনি জানান, স্কুলের আইন ও বিধি বিধানে কি আছে তা জানার পর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত ১৮ জুলাই দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মো. শহিদুল হক (৫৮) কে একই স্কুলের নৈশ প্রহরী আশিকুর রহমান (২২) লাঠি দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখন হয়ে তিনি গুরুতর আহত হোন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলে পুলিশ ঘটনার সাথে জড়িত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. তাহামিদুর রহমানকে তৎক্ষনাত গ্রেফতার করে। পরে তিনি জামিনে মুক্ত হোন।
স্কুলের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ ও স্থানীয়রা জানান, ছাতারপাড়া হাইস্কুলের অভিভাবক সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ছাতারপাড়া গ্রামের মো. আলিহিমকে আহবান জানান স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মো. শহিদুল হক। এতে তিনি ক্ষুব্ধ হোন এবং অভিভাবক সমাবেশে শেষে শিক্ষক মো. শহিদুল হকের ওপর চড়াও হয়ে তাকে লঞ্ছিত করার চেষ্টা করেন। একপর্যায়ে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. আলিহিমের ছেলে একই স্কুলের নৈশ প্রহরী আশিকুর রহমান পেছন থেকে শিক্ষক মো. শহিদুল হকের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় আহত স্কুল শিক্ষক শহিদুল হক বাদী হয়ে ঘটনার দিন বিকেলে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন যার নং ২২। মামলার সূত্র ধরে দৌলতপুর থানা পুলিশ ঘটনার সাথে জড়িত ছাতারপাড়া হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. তাহামিদুর রহমানকে গ্রেফতার করে। সে ছাতারপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। তবে পলাতক রয়ে যায় স্কুল শিক্ষককের ওপর হামলাকারী নৈশ প্রহরী আশিকুর রহমান।
নৈশ প্রহরীর স্কুলে হাজিরার বিষয়ে ছাতারপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম জানান, স্কুলের নৈশ প্রহরী আশিকুর রহমান বর্তমানে জেল হাজতে রয়েছে। বুধবার সে আদালতে হাজির হয়ে জামিন প্রর্থনা করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন। আর সে স্কুলে অনুপস্থিত রয়েছে। তাকে হাজিরা দেখানোর সুযোগ নেই। হাজিরাতেও সে অনুপস্থিত রয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ আগস্ট ২০২৩

Discussion about this post