আসামিদের কাছ থেকে ৮ ইজিবাইক উদ্ধার
কুষ্টিয়ায় চুরি, অজ্ঞান, ছিনতাই হওয়াসহ লাশ গুমের ঘটনায় ১২ জন আসামি ও ৮ টি ইজিবাইক আটক করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার পৌরসভার ১৯ নং ওয়ার্ডের জগতি এলাকার মোঃ নাজির আহম্মেদ হিরু (৪৮), পিতা-মোঃ বশির আহম্মেদ ইজিবাইক নিয়ে গত ৩ আগস্ট সকাল ৮ টায় বাড়ী থেকে বের হয়ে ইজিবাইকসহ নিখোঁজ হয়।
এই ঘটনায় জড়িত সন্দেহে মোঃ জনি হোসেন (২৮), পিতা-নজরুল ইসলাম, সাং-বারখাদা ২। তুষার (২২) পিতা-মোঃ শফিকুল ইসলাম সাং-বাড়াদী উভয় থানা ও জেলা কুষ্টিয়াকে ২৪ আগস্ট আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে ওই দিনই সাড়ে ৪ টায় কুষ্টিয়া মডেল থানার চৌড়হাস এলাকার জনৈক এজাজুল হকের বাউন্ডারি দেওয়া জমির মধ্যে পুতে রাখা মোঃ নাজির আহম্মেদ হিরু’র অর্ধ গলিতলাশ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা ও কুষ্টিয়া মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মোঃ নাজির আহম্মেদ হিরু’র ইজিবাইকটি মোঃ আনন্দ মোল্লা (২৭) পিতা- মোস্তফ মোল্লা, সাং-রামেশ্বরপুর মোঃ রঞ্জু (৪৫) পিতা-রজব আলী শেখ, সাং-পাটকিয়াবাড়ী উভয় থানা ও জেলা- পাবনার হেফাজত হতে আগস্ট উদ্ধার করে তাদেরকে আটক করা হয়।
উল্লেখ্য যে, কুষ্টিয়া জেলা থেকে বিভিন্ন সময়ে চুরি যাওয়া অজ্ঞান করে নেওয়া এবং ছিনতাই হওয়া আরো ৭টি সহ সর্বমোট ০৮টি ইজিবাইক ওই আসামীদের হেফাজত হতে উদ্ধার করা হয়েছে।
বিভিন্ন সময়ে আসামী গ্রেফতার এবং ইজিবাইক উদ্ধারের ঘটনায় এ পর্যন্ত কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৬১,তাং-২৪/০৮/২০২৩, মামলা নং-৪৯ তাং-২০/০৮/২০২৩, মামলা নং-৪৮, তাং-২০/০৮/২০২৩ মামলা নং-৩২, তাং-১৩/০৮/২০২৩ মামলা নং-৪১, তাং-১৮/০৮/২০২৩, মিরপুর থানার মামলা নং-১৯, তাং-১২/০৭/২০২৩ রুজু হয়েছে।
এসব মামলায় মোঃ জনি হোসেন (২৮), পিতা- নজরুল ইসলাম, সাং-বারখাদা, থানা ও জেলা-কুষ্টিয়া, তুষার(২২), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-বাড়াদী কানাবিল মুরগি ফার্ম মোড়, থানা ও জেলা-কুষ্টিয়া, মোঃ আনন্দ মোল্লা (২৭), পিতা- মোস্তফ মোল্লা, সাং-রামেশ্বরপুর, থানা ও জেলা- পাবনা, মোঃ রঞ্জু (৪৫), পিতা- রজব আলী শেখ, সাং-পাটকিয়াবাড়ী, থানা ও জেলা-পাবনা, মোঃ দিপু (২২), পিতা-আদুহুজুর, সাং-বাড়াদী, থানা ও জেলা-কুষ্টিয়া,ইমরান(২৫), পিতা- কামাল হোসেন, সাং- মঙ্গলবাড়ীয়া, থানা ও জেলা-কুষ্টিয়া, মোঃ ইকবাল হোসেন (৩৯), পিতা- মৃত জামাল সর্দ্দার, সাং- তালবাড়ীয়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া, মোঃমাহাবুব আলী @ বিদ্যা (৫৫), পিতা- মৃতমকসেদ আলী, সাং-আড়ুয়াপাড়া, থানা ও জেলা-কুষ্টিয়া, মোঃরেজাউল ইসলাম @ রিয়াজ (৫০), পিতা- মৃত আহম্মদ মালিথা, সাং-হরিপুর, থানা ও জেলা-কুষ্টিয়া, মোঃমকবুল হোসেন (৫২), পিতা-মৃত হাছানআলী, সাং-গোবিন্দপুর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, মোঃমাহাতাব (৪০), পিতা-মৃত রিয়াজউদ্দিন, সাং-দহকুলা বাগান পাড়া, এ/পিসাং-একে এম খায়রুলবাশার @ লাভলু (৫৫), পিতা-মৃত খলিলুর রহমান, সাং-বটতৈল উত্তর পাড়া এর বাড়ীর ভাড়াটিয়া, থানা ও জেলা-কুষ্টিয়া। ১২. মোঃআবু কালাম (২৭), পিতা-মৃত ছামাদ মন্ডল, সাং-কবুরহাট, থানা ও জেলা-কুষ্টিয়াকে আসামী করা হয়েছে।
কুষ্টিয়া জেলা থেকে বিভিন্ন সময়ে চুরি যাওয়া, অজ্ঞান করে নেওয়া এবং ছিনতাই হওয়া সহ লাশ গুমের ঘটনায় কুষ্টিয়া ও পাবনা জেলা হতে ওইসব আসামীদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করা হয়।
২৯ আগস্ট কুষ্টিয়ার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৯ আগষ্ট ২০২৩

Discussion about this post