পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক, দৈনিক বাংলাদেশ বুলেটিন সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ।
মঙ্গলবার বেলা ১১টায় শহরেরর সিটি সেন্টার অডিটরিয়ামে ব্যাক্তিগত কার্যালয়ে তিনি ৬২ জন সুবিধাভোগীর কাছে ৫৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন চৌধুরী,সাধারণ সম্পাদক বি.এম শাহজাহান পারভেজ, সাবেক যুবলীগ নেতা শামিমুজ্জামান কাসেম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান সিকদার, সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং চেক গ্রহীতারা উপস্থিত ছিলেন।
এসময় মোহাম্মদ আলী আশরাফ বলেন, প্রধানমন্ত্রী দক্ষিনাঞ্চল সহ বাংলাদেশের সর্বত্র উন্নয়ন করেছেন। তার ত্রান তহবিল থেকে ইতিমধ্যে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলায় আমি অসংখ্য চেক মানুষকে প্রদান করা হয়েছে। তিনি আপামর জনসাধারণের কথা চিন্তা করেন বলেই আপনারদের আবেদনের প্রেক্ষিতে এ সহায়তার চেক প্রদান করছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post