ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত প্রতিরোধে তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের বেতাই গ্রামে পরিবেশবিদ জহির রায়হানের উদ্যোগে এ তালবীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
সেসময় পরিবেশবিদ জহির রায়হান, জেলা বন অধিদপ্তরের নার্সারি এটেনডেন্ট ঈসরাইল মন্ডল, ওয়াচার দিপু বিশ্বাস, গান্না ইউনিয়ন সেবা সংগঠনের পরিচালক হাবিবুর রহমান সাদ্দাম, সভাপতি ফারুক হোসেন, প্রচার সম্পাদক সাব্বির হাসান, গান্না ইউনিয়ন বিচিত্রার সভাপতি আসাদুজ্জামান সোহাগ, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলম সোহেল, সদস্য শোয়াইব আকরাম অভিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পরিবেশবিদ জহির রায়হান জানান, দিনব্যাপী ওই এলাকার বিভিন্ন সড়কের পাশ, মাঠ, নদীর ধারে ১ হাজার তালবীজ রোপন করা হয়। আগামী ২ দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে ২ হাজার তালবীজ রোপন করা হবে বলে জানান তিনি।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ আগষ্ট ২০২৩

Discussion about this post