কুড়িগ্রামে জাতীয়তাবাদীদল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
সকালে মোক্তারপাড়াস্থ দলীয় কার্যালয়ে দেশ ও জাতির কল্যান সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে জেলা বিএনপির আয়োজনে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহনে একটি বণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এন আর প্লাজার সামনে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,বিশেষ অতিথি ছিলেন ড্যাবের রাজশাহী বিভাগিয় সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ ইউনুছ আলী, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি সহিরুজ্জামান সাজু,যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন,সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী,সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু,সদর থানা বিএনপি সম্পাদক মাহাবুবার রহমান,পৌর বিএনপি সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব,জেলা যুবদল সভাপতি রায়হান কবির,জিয়া পরিষদ কুড়িগ্রামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পুতুল,জেলা কৃষকদলের আহবায়ক খলিলুর রহমান,জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সম্পাদক হাসান যোবায়ের হিমেল,স্বেচছাসেবকদলের সদস্যসচিব আরমান হোসেন,জাসাস কুড়িগ্রাম জেলা সদস্য সচিব নুর জামাল বাহাদুর সহ নেতৃবৃন্দ।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post